ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৪ নভেম্বর ০৭ ১৫:২৩:৩৪
শেয়ারবাজারে পতন

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসাথে লেনদের পরিমাণ কমেছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩১৬ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১৮ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৫৪১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৫১ কোটি ২০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১০৯ কোটি ৬৫ লাখ টাকার বা ১৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৭ টি বা ২৪.৫৫ শতাংশের। আর দর কমেছে ২৪৬ টি বা ৬২.২৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫২ টি বা ১৩.১৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৭ টির, কমেছে ১১৭ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪৮৫২ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে