ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে লেনদেনে বড় পতন

২০২৩ জুলাই ১১ ১৫:০৮:৫৩
শেয়ারবাজারে লেনদেনে বড় পতন

স্টক সংবাদ প্রতিবেদক : মঙ্গলবার (১১ জুলাই) দেশের ঊভয় শেয়ারবাজারে প্রধান মূল্যসূচক খুবই সামান্য বেড়েছে। তবে আর্থিক লেনদেনের পরিমাণ কমে গেছে অনেক।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩২৮ পয়েন্টে। আগের দিন এই সূচক কমেছিল ১৪ পয়েন্ট। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২১৯২ পয়েন্টে ও ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৭৩ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৬৪৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবস হয়েছিল ১ হাজার ৮৪ কোটি ৪ লাখ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে ৪৩৮ কোটি ৩৫ লাখ টাকার বা ৪০ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৩টি বা ১৯.৮৪ শতাংশের। আর দর কমেছে ১১৩টি বা ৩০.৭১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৮২টি বা ৪৯.৪৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১২ কোটি ৩৬ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৪টির, কমেছে ৮২টির এবং পরিবর্তন হয়নি ৭৫টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৭০৪ পয়েন্টে।

এর আগে সোমবার সিএসইতে ২৭ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে