ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

নগদ এখন আট কোটি গ্রাহকের মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান

২০২৩ জুলাই ১২ ০৯:০৭:৩৫
নগদ এখন আট কোটি গ্রাহকের মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান

স্টক সংবাদ প্রতিবেদক : মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদের’ গ্রাহক আট কোটির মাইলফলক ছাড়িয়েছে। নগদের কার্যক্রম শুরুর ৪ বছরের মধ্যে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা ৮ কোটি ছাড়িয়েছে।

গত রোববার এই অসামান্য অর্জন কেক কেটে উদ্‌যাপন করা হয়। নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল এ কেক কাটেন। নগদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আট কোটি গ্রাহকের মাইলফলক উদ্‌যাপন অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, ‘নগদবিহীন সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে নগদ। যে দ্রুততম সময়ে নগদ আট কোটি গ্রাহক অর্জন করেছে, তার চেয়ে দ্রুততার সঙ্গে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে—এটাই প্রত্যাশা করি। আমি নগদ পরিবারের একজন সদস্য। নগদ পরিবারের ওপর আমার আস্থা আছে।’

নগদ জানিয়েছে, গত চার বছরে প্রতিদিন গড়ে প্রায় ৫১ হাজার গ্রাহক যুক্ত হয়েছেন নগদে। আর দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা।

আট কোটি গ্রাহকের মাইলফলক অর্জনের প্রসঙ্গে নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘গত চার বছর গ্রাহকের যে ভালোবাসা আমরা পেয়েছি, তা-ই আমাদের উৎসাহিত করছে নিত্যনতুন প্রযুক্তিগত উদ্ভাবন এবং সেবা বিস্তৃত করতে। আমরা চাই, দেশের সব মানুষের সব আর্থিক লেনদেনকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে। এর মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নতিতে অবদান রাখবে নগদ।’

নগদে হিসাব খুলতে কাগজের ফরম পূরণ করার পদ্ধতি বাতিল করে দেশে প্রথমবারের মতো ইলেকট্রনিক কেওয়াইসি প্রবর্তন করে নগদ। তা ছাড়া যেকোনো মুঠোফোন থেকে *১৬৭# ডায়াল করে হিসাব খোলার ব্যবস্থা চালু করায় রাতারাতি আর্থিক অন্তর্ভুক্তি বেড়ে যায়। নগদের এই প্রযুক্তিগত উদ্ভাবনের ওপর ভিত্তি করেই সরকার প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ভাতা ও সরকারি অনুদান এখন মুঠোফোনের মাধ্যমেই বিতরণ করছে।

২০১৯ সালের ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের উদ্বোধন করেন। অল্প দিনেই বাজারে সাড়া ফেলে নগদ। পরের বছরের জানুয়ারিতেই এক কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করে প্রতিষ্ঠানটি। সম্প্রতি আট কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করায় নগদ এখন দেশের সবচয়ে বেশি গ্রাহকের মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে