ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

মুনাফার ৮৮ শতাংশ রিজার্ভে রেখে দেবে তমিজউদ্দিন

২০২৪ নভেম্বর ১৩ ১০:৫৮:০৩
মুনাফার ৮৮ শতাংশ রিজার্ভে রেখে দেবে তমিজউদ্দিন

শেয়ারবাজারে তালিকাভুক্ত তমিজউদ্দিন টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৮৮ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর শেয়ারহোল্ডারদের দেওয়া হবে ১২ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তমিজউদ্দিন টেক্সটাইলের ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ৬.৭০ টাকা হিসেবে ২০ কোটি ১৪ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) ২১% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ২.১০ টাকা করে মোট ২ কোটি ৪৫ লাখ টাকা বা মুনাফার ১২.১৬% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ১৭ কোটি ৬৯ লাখ টাকা বা ৮৭.৮৪ শতাংশ কোম্পানিতেই রেখে দেওয়া হবে।

এর আগের অর্থবছরে তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারপ্রতি ৬.৬৪ টাকা করে নিট ১৯ কোটি ৯৮ লাখ টাকার মুনাফা হয়েছিল। ওই অর্থবছরের জন্য ২০ শতাংশ হারে ৬ কোটি ১ লাখ টাকার লভ্যাংশ দেওয়া হয়েছিল। যা ছিল মুনাফার ৩০.০৮ শতাংশ।

এ কোম্পানিটির আগের অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ সালে ১% মুনাফা বেড়েছে। কোম্পানিটির আগের অর্থবছরের ৬.৬৪ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৩-২৪ অর্থবছরে হয়েছে ৬.৭০ টাকা। যার উপর ভিত্তি করে আগের বছরের ২০ শতাংশ লভ্যাংশ ২০২৩-২৪ অর্থবছরে বাড়িয়ে ২১ শতাংশ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, ১৯৯২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া তমিজউদ্দিন টেক্সটাইলের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩০ কোটি ৭ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর ১২ নভেম্বর দাঁড়িয়েছে ১১৫.৫০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে