ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

আতঙ্ক ছড়াতে আসছে শ্রদ্ধা

২০২৩ জুলাই ১২ ০৯:১৩:০৫
আতঙ্ক ছড়াতে আসছে শ্রদ্ধা

স্টক সংবাদ ডেস্ক : যাঁরা এত দিন ‘স্ত্রী ২’ ছবির অপেক্ষায় ছিলেন, তাঁদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। শুরু হয়েছে এই ভৌতিক-হাসির ছবির শুটিং। মঙ্গলবার ‘স্ত্রী ২’ ছবির টিজার মুক্তি পেয়েছে। আর এই ছবিটি কবে মুক্তি পাবে, তা-ও জানা গেছে।

২০১৮ সালে মুক্তি পেয়েছিল রাজকুমার রাও আর শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি ‘স্ত্রী’। এই ছবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানার মতো অভিনেতাদের দেখা গেছে। অমর কৌশিক পরিচালিত ছবিটি বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছিল। আর তাই নির্মাতারা তখনই এই ছবির সিকুয়েল আনার কথা ঘোষণা করেছিলেন। আর এর পর থেকে ‘স্ত্রী’ ছবির দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় আছেন ভক্তরা।

মঙ্গলবার বলিউড নায়ক রাজকুমার রাও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘স্ত্রী ২’–এর টিজার শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আরও একবার চান্দেরিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। “স্ত্রী ২” ছবির শুটিং শুরু হয়ে গেছে। সে আসছে। ২০২৪-এর আগস্টে।’

এবারও রাজকুমারের সঙ্গে শ্রদ্ধা কাপুর মূল চরিত্রে আছেন। এই ছবির শুটিং এখন মধ্যপ্রদেশের চান্দেরিতে চলছে। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে শ্রদ্ধাকে দেখা গেছে চান্দেরির উদ্দেশে যাত্রার জন্য। তিনি তাঁর ইনস্টাগ্রামের পাতায় এ বিষয়ে সবাইকে জানিয়েছিলেন।

শ্রদ্ধাকে শেষ পর্দায় দেখা গেছে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে। লাভ রঞ্জন পরিচালিত ছবিতে শ্রদ্ধা আর রণবীরের জুটি সবাই পছন্দ করেছিলেন। এই ছবিটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে