ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে উত্থান

২০২৪ নভেম্বর ১৪ ১৫:১৬:৪১
শেয়ারবাজারে উত্থান

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৫৫ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৮ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৫৭৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৭৯ কোটি ৮৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৯৬ কোটি ৪৭ লাখ টাকার বা ২০ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৫৮ টি বা ৬৬.৮৩ শতাংশের। আর দর কমেছে ৮৩ টি বা ২১.৫০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৫ টি বা ১১.৬৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩০ টির, কমেছে ৫৯ টির এবং পরিবর্তন হয়নি ২০ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৮০পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে