ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে যোগ হল ২ হাজার ৮৬৯ কোটি টাকা

২০২৪ নভেম্বর ১৬ ১৩:০০:৩৯
বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে যোগ হল ২ হাজার ৮৬৯ কোটি টাকা

গত সপ্তাহে (১০-১৪ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ। ।যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ২ হাজার ৮৬৯ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ৯ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭১ হাজার ৮০৯ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৬৭৮ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ২ হাজার ৮৬৯ কোটি টাকা বা ০.৪২ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৭৭০ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ২৯ কোটি ৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৫৮ কোটি ৯৬ লাখ টাকার বা ৯ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩৫৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৯০ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৪ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৮ টির বা ৩৮.৫৪ শতাংশের, কমেছে ২০৫ টির বা ৫৩.৩৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির বা ৮.০৭ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৯ কোটি ৮৭ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৮০ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৩ টির দর বেড়েছে, ১৮২ টির দর কমেছে এবং ১৯ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে