ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৪ নভেম্বর ১৭ ১৫:০৪:২৭
শেয়ারবাজারে পতন

রবিবার (১৭ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসাথে লেনদের পরিমাণ কমেছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩২৮ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৩৯ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৫০৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৭৬ কোটি ৩৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৭০ কোটি ৩৬ লাখ টাকার বা ১২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫০ টি বা ৩৯.১৬ শতাংশের। আর দর কমেছে ১৮৫ টি বা ৪৮.৩০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৮ টি বা ১২.৫৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৬ টির, কমেছে ১১১ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪৮৫৯ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে