ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

বাজার মূলধন কমেছে ১১ হাজার ৯৫৯ কোটি টাকা

২০২৪ নভেম্বর ২৩ ১২:১৫:৪৯
বাজার মূলধন কমেছে ১১ হাজার ৯৫৯ কোটি টাকা

গত সপ্তাহে (১৭-২১ নভেম্বর) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ১১ হাজার ৯৫৯ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ১৬ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৪ হাজার ৬৭৮ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬২ হাজার ৭১৯ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ১১ হাজার ৯৫৯ কোটি টাকা বা ২ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৩২৯ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৭৭০ কোটি ১১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৪১ কোটি ৯ লাখ টাকার বা ১৬ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৮ পয়েন্ট বা ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১৯৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৮ পয়েন্ট বা ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১৫২ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮২ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭২ টির বা ১৮.৮৪ শতাংশের, কমেছে ২৮৭ টির বা ৭৫.১৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির বা ৬.০২ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪০ কোটি ৩০ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯৬ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৫৮৪ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯০ টির দর বেড়েছে ২১৬ টির দর কমেছে এবং ১৫ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে