ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

এসএমইতে আরও বড় উত্থান : দর বৃদ্ধি শতভাগ কোম্পানির

২০২৩ জুলাই ১২ ১৫:০২:২০
এসএমইতে আরও বড় উত্থান : দর বৃদ্ধি শতভাগ কোম্পানির

স্টক সংবাদ প্রতিবেদক : গত কয়েকদিন ধরে অবমূল্যায়িত থাকা এসএমই মার্কেটে বিনিয়োগকারীদের অংশগ্রহন বাড়ছে। এতে করে বাজারটিতে শেয়ারের দর ও সূচক বাড়ছে। যার ধারাবাহিকতায় বুধবার (১২ জুলাই) এই বাজারে বড় উত্থান হয়েছে। এদিন এসএমইর শতভাগ কোম্পানির দর বেড়েছে। এছাড়া ৫৭ শতাংশ কোম্পানির শেয়ার হল্টেড বা বিক্রেতা শূন্য ছিল।

গত কয়েকদিনে এই মার্কেটে বিনিয়োগকারীদের আগ্রহের অন্যতম কারন হিসাবে রয়েছে তুলনামূলক কম শেয়ার দর। এছাড়া লেনদেনযোগ্য শেয়ার সংখ্যা কম। আর মূল মার্কেটে একটি নতুন কোম্পানির শুরুতে কয়েক গুণ দর বৃদ্ধি স্বাভাবিক হলেও এখানে সেটা হয়নি। যাতে অবমূল্যায়িত ছিল এসএমইর কোম্পানিগুলোর দর।

অথচ মূল মার্কেটের ন্যায় এসএমইর কোম্পানিগুলোর ক্ষেত্রেও লভ্যাংশ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এমনকি শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদনের সময় অন্যসব কোম্পানির ন্যায় এই খাতের কোম্পানিগুলোরও ৩ বছর সমপরিমাণ লভ্যাংশ দেওয়ার শর্ত দেওয়া হয়। যা পরিপালনের পরেও এসএমইর শেয়ার তুলনামূলক কম দরে অবস্থান করছে।

কমিশনের বহূল প্রত্যাশিত এই এসএমই বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহন বাড়াতে গত ৪ এপ্রিল এই বাজারে লেনদেনে যোগ্য হতে কোয়ালিফাইড ইনভেস্টরদের শেয়ারবাজারে বিনিয়োগের সর্বনিম্ন সীমা আবারও ২০ লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে। এতে করে জুন কোয়ার্টার শেষে এই বাজারে বিনিয়োগের জন্য কোয়ালিফাইড ইনভেস্টরের সংখ্যা বেড়েছে। যাতে করে স্বাভাবিকভাবেই এসএমইর শেয়ারে ইতিবাচক প্রভাব পড়ছে।

দেখা গেছে, বুধবার এসএমই বাজারে মূল্যসূচক বেড়েছে ১০৯ পয়েন্ট। যা আগেরদিন বেড়েছিল ৪৮ পয়েন্ট। আর আগেরদিনের ২১ কোটি ২৫ লাখ টাকার লেনদেন বেড়ে আজ হয়েছে ৫৬ কোটি ১৬ লাখ টাকার।

এই বড় উত্থানের পেছনে একমাত্র কারন হিসাবে রয়েছে এসএমই মার্কেটে লেনদেন হওয়া ১৬টি কোম্পানির মধ্যে সবগুলোর শেয়ার দর বৃদ্ধি। এদিন আল-মদিনা ফার্মা, ইউসুফ ফ্লাওয়ার, ওয়ান্ডারল্যান্ড টয়েজ, এমকে ফুটওয়্যার, ওরিজা অ্যাগ্রো, স্টার অ্যাডহেসিভ, বিডি পেইন্টস, কৃষিবিদ ফিড ও মোস্তফা মেটালের শেয়ার হল্ডেট বা বিক্রেতা শূন্য ছিল।

এসএমই মার্কেটে ওটিসি থেকে ৫টি আনা হলেও বাকি ১২টি নতুন কোম্পানি। আইপিওর ন্যায় অর্থ সংগ্রহ করে লেনদেন শুরু হয়েছে। সেসব শেয়ারও কম দরে রয়েছে। তবে মূল মার্কেটে এমন নতুন শেয়ারে শুরুতে টানা দর বৃদ্ধির মাধ্যমে কয়েক গুণ হয়ে যাওয়া স্বাভাবিক ঘটনা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে