ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৪ নভেম্বর ২৫ ১৫:১৭:০৮
শেয়ারবাজারে পতন

আগের দুই দিনের ন্যায় সোমবার (২৫ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে লেনদের পরিমাণ বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৩৬ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৫১ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৩১৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩০২ কোটি ০৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৭ কোটি ৭৬ লাখ টাকার বা ৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৮ টি বা ৩৭.৫৬ শতাংশের। আর দর কমেছে ১৬৩ টি বা ৪১.৩৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮৩ টি বা ২১.০৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৫ টির, কমেছে ১০৫ টির এবং পরিবর্তন হয়নি ৩৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪৩৯৬ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে