ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে মূল্যসূচক ও লেনদেনে উত্থান

২০২৩ জুলাই ১২ ১৫:১৮:০০
শেয়ারবাজারে মূল্যসূচক ও লেনদেনে উত্থান

স্টক সংবাদ প্রতিবেদক : বুধবার (১১ জুলাই) দেশের ঊভয় শেয়ারবাজারে প্রধান মূল্যসূচক সামান্য বেড়েছে। একইসঙ্গে বেড়েছে আর্থিক লেনদেনের পরিমাণ। তবে ফ্লোর প্রাইসের কারনে যথারীতি অপরিবর্তিত ছিল বেশি সংখ্যক কোম্পানির দর।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩৩৭ পয়েন্টে। আগের দিন এই সূচক বেড়েছিল ৩ পয়েন্ট। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২১৯৪ পয়েন্টে ও ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৭৫ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ৮৫৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবস হয়েছিল ৬৪৫ কোটি ৬৯ লাখ টাকার। অর্থাৎ লেনদেন বেড়েছে ২০৯ কোটি ৫১ লাখ টাকার বা ৩২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯২টি বা ২৪.৮৬ শতাংশের। আর দর কমেছে ৯১টি বা ২৪.৫৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৮৭টি বা ৫০.৫৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৪ কোটি ৪১ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮টির, কমেছে ৭০টির এবং পরিবর্তন হয়নি ৮২টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৭১৮ পয়েন্টে।

এর আগে মঙ্গলবার সিএসইতে ১২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে