ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে উত্থান

২০২৪ নভেম্বর ২৭ ১৫:১৬:২৩
শেয়ারবাজারে উত্থান

বুধবার (২৭ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৯৮পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৭ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৪৫১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৫৯ কোটি ৭৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৯১ কোটি ৩৯ লাখ টাকার বা ২৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩২৯ টি বা ৮৩.২৯ শতাংশের। আর দর কমেছে ৩৭ টি বা ৯.৩৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৯ টি বা ৭.৩৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৩ টির, কমেছে ৫২ টির এবং পরিবর্তন হয়নি ১৮ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪৬৯ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে