ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

দর বৃদ্ধির শীর্ষে বন্ধ ওয়েস্টার্ন মেরিন

২০২৩ জুলাই ১২ ১৭:২৫:২৩
দর বৃদ্ধির শীর্ষে বন্ধ ওয়েস্টার্ন মেরিন

স্টক সংবাদ প্রতিবেদক : বুধবার (১২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯২টি বা ২৪.৮৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এরমধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ওয়েস্টার্ন মেরিনের শেয়ার দর ছিল ১১.১০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১২.২০ টাকায়। একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৯১ শতাংশ। এর মাধ্যমে ওয়েস্টার্ন মেরিন টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- রূপালি ব্যাংকের ৯.৮২ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৯.৬৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭৩ শতাংশ, এপেক্স ফুডসের ৮.৭৩ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৬.৪৪ শতাংশ, ফাইন ফুডসের ৬.৩৯ শতাংশ, এডিএন টেলিকমের ৫.৭৩ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৫.৪৮ শতাংশ ও রূপালি লাইফের ৫.৪১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে