ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

অলিম্পিক এক্সেসরিজের সর্বোচ্চ দর পতন

২০২৩ জুলাই ১২ ১৭:৩৪:৩৮
অলিম্পিক এক্সেসরিজের সর্বোচ্চ দর পতন

স্টক সংবাদ প্রতিবেদক : বুধবার (১২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯১টি বা ২৪.৫৯ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। এরমধ্যে অলিম্পিক এক্সেসরিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অলিম্পিক এক্সেসরিজের শেয়ার দর ছিল ১৫.৬০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৪.৩০ টাকায়। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮.৩৩ শতাংশ। যা অলিম্পিক এক্সেসরিজকে টপটেন লুজার তালিকার শীর্ষে নিয়ে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইয়াকিন পলিমারের ৪.৮৩ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৪.৬১ শতাংশ, প্রগ্রেসিভ লাইফের ৪.০৩ শতাংশ, আরামিট সিমেন্টের ৩.৮০ শতাংশ, জেনারেশন নেক্সটের ৩.৮০ শতাংশ, প্রাইম লাইফের ৩.৫১ শতাংশ, চার্টার্ড লাইফের ৩.০৯ শতাংশ, লুব-রেফ বাংলাদেশের ৩.০৩ শতাংশ ও সোনালি লাইফের ৩.০২ শতাংশ শেয়ার দর কমেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে