ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬৩৭ কোটি টাকা

২০২৪ নভেম্বর ৩০ ১০:৫৫:৫৭
বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬৩৭ কোটি টাকা

গত সপ্তাহে (২৪-২৮ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। তবে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ১ হাজার ৬৩৭ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ১৮ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬২ হাজার ৭১৯ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৪ হাজার ৩৫৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ১ হাজার ৬৩৭ কোটি টাকা বা ০.২৪ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৯০৬ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৩২৯ কোটি ২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪২২ কোটি ৪৬ লাখ টাকার বা ১৮ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১৯৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৬৭ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯০ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৩ টির বা ৫৪.৬১ শতাংশের, কমেছে ১২৬ টির বা ৩২.৩০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫১ টির বা ১৩.০৭ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩০ কোটি ৪২ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫২ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৫৩২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৯ টির দর বেড়েছে, ১৪৩ টির দর কমেছে এবং ৩০ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে