ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে উত্থান

২০২৪ ডিসেম্বর ০৪ ১৪:৫৪:১৪
শেয়ারবাজারে উত্থান

বুধবার (৪ ডিসেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে উভয় শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৩৮ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২৪ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৪৭৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫১২ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩৫ কোটি ৯৮ লাখ টাকার বা ৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩৯ টি বা ৩৫.২৭ শতাংশের। আর দর কমেছে ২০৬ টি বা ৫২.২৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৯ টি বা ১২.৪৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৪ টির, কমেছে ১১১ টির এবং পরিবর্তন হয়নি ২২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪৬৪৫পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে