ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

বাজার মূলধন কমেছে ১১ হাজার ২০৮ কোটি টাকা

২০২৪ ডিসেম্বর ১৪ ১২:০০:২৭
বাজার মূলধন কমেছে ১১ হাজার ২০৮ কোটি টাকা

গত সপ্তাহে (৮-১২ ডিসেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ১১ হাজার ২০৮ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ২৭ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৩ হাজার ৭০৪ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫২ হাজার ৪৯৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ১১ হাজার ২০৮ কোটি টাকা বা ২ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৬১০ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২২১ কোটি ৭৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬১০ কোটি ৮২ লাখ টাকার বা ২৭ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯১ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১০৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১৪০ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯২ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৬ টির বা ১৯.৩৮ শতাংশের, কমেছে ২৯৩ টির বা ৭৪.৭৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির বা ৫.৮৬ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৭ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭৭ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৩০৪ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৭ টির দর বেড়েছে, ২১৩ টির দর কমেছে এবং ৩৫ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে