ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে স্বস্তির উত্থান

২০২৪ ডিসেম্বর ১৫ ১৯:৫৭:৩২
শেয়ারবাজারে স্বস্তির উত্থান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ৬ কার্যদিবস পতনের পরে রবিবার (১৫ ডিসেম্বর) উত্থান হয়েছে। এদিন শুরু থেকেই উত্থানে ছিল ডিএসই। যা শেষঅব্দি বহাল ছিল।

রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৭৯ পয়েন্টে। যা বৃহস্পতিবার ১৯ পয়েন্ট, বুধবার ৪২ পয়েন্ট, মঙ্গলবার ০.১৫ পয়েন্ট, সোমবার ১৫ পয়েন্ট, রবিবার ১৫ পয়েন্ট ও এর আগের সপ্তাহের বৃহস্পতিবার ৪২ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ৩০৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৫১ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪৭ কোটি ৪৯ লাখ টাকার বা ১৪ শতাংশ।

রবিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৩২ টি বা ৫৯.৪৯ শতাংশের। আর দর কমেছে ৮৯ টি বা ২২.৮২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৯ টি বা ১৭.৬৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৫ টির, কমেছে ৪৯ টির এবং পরিবর্তন হয়নি ৩২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪২৫ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে