ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

ডিএসইতে মূল্যসূচক বাড়লেও লেনদেনে পতন

২০২৩ জুলাই ১৩ ১৪:৪০:৪৪
ডিএসইতে মূল্যসূচক বাড়লেও লেনদেনে পতন

স্টক সংবাদ প্রতিবেদক : বৃহস্পতিবার (১৩ জুলাই) দেশের ঊভয় শেয়ারবাজারে প্রধান মূল্যসূচক বেড়েছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বাড়লেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩৪১ পয়েন্টে। আগের দিন এই সূচক বেড়েছিল ৯ পয়েন্ট। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২১৯৭ পয়েন্টে ও ডিএসই শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৭৯ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে ৭৫০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবস হয়েছিল ৮৫৫ কোটি ২০ লাখ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে ১০৪ কোটি ৩৪ লাখ টাকার বা ১২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮০টি বা ২১.৫৬ শতাংশের। আর দর কমেছে ১০৬টি বা ২৮.৫৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৮৫টি বা ৪৯.৮৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১৪ কোটি ৪১ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭০টির, কমেছে ৬০টির এবং পরিবর্তন হয়নি ৮২টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৭৩৫ পয়েন্টে।

এর আগে বুধবার সিএসইতে ১৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে