ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

ভারতের বিনিয়োগকারীদের রক্ত বণ্যা

২০২৪ ডিসেম্বর ১৯ ১৫:৩৫:০৪
ভারতের বিনিয়োগকারীদের রক্ত বণ্যা

গত কয়েকদিন ধরে পতনে রয়েছে ভারতের শেয়ারবাজার। এরমধ্যে বৃহস্পতিবার প্রায় হাজার পয়েন্ট পড়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স সূচক। এ নিয়ে টানা ৪ দিন পতন হয়েছে। এতে করে চলতি সপ্তাহে ১১ লাখ কোটি টাকা হারিয়েছে বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবারের পতনে আবারও ৮০ হাজারের নীচে নেমেছে বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। এদিন ৭৯২১৮ পয়েন্টে থেমেছে সেনসেক্স। অর্থাৎ সূচক কমেছে ৯৬৪ পয়েন্ট।

একই চিত্র দেখা গেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই)। সেখানে নিফটি সূচক নেমেছে ২৪৭ পয়েন্ট।

শেয়ার বাজারের এই পতনের জন্য আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ‘ফেডারেল রিজ়ার্ভ’-এর সুদের হার কমানোর সিদ্ধান্তকে দায়ী করেছেন ভারতের বিশ্লেষকেরা। সেখানে সুদের হার দাঁড়িয়েছে ২.২৫ শতাংশ। এর জেরে আরও শক্তিশালী হয়েছে ডলার। অন্যদিকে ডলারের মানে রেকর্ড নীচে নেমেছে ভারতীয় টাকা। এরই সরাসরি প্রভাব শেয়ার বাজারের উপর পড়েছে বলে জানিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার বড় পতনের দিনেও ১৪৭০টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। দর পড়েছে ২০৪৬টি স্টকের। আর ৬৫টি শেয়ার অপরিবর্তিত রয়েছে।

সেনসেক্স ও নিফটিতে সর্বাধিক দর পতন হয়েছে এশিয়ান পেইন্টস, বাজ়াজ ফিন্যান্স এবং বাজ়াজ ফিনসার্ভের স্টকে বিনিয়োগকারীদের। অন্যদিকে খারাপ দিনেও লাভের মুখ দেখেছে ডাঃ রেড্ডিস, সান ফার্মা এবং সিপলা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে