ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৭০৯ কোটি টাকা

২০২৪ ডিসেম্বর ২১ ১২:০০:৩৯
বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৭০৯ কোটি টাকা

গত সপ্তাহে (১৫-১৯ডিসেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে।একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ৬ হাজার ৭০৯ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ৭ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৫২ হাজার ৪৯৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৯ হাজার ২০৫ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ৬ হাজার ৭০৯ কোটি টাকা বা ১ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৪৯২ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬১০ কোটি ৯৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১১৮ কোটি ৬৩ লাখ টাকার বা ৭ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৬ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২২২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৭ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৬৭ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭২ টির বা ৪৩.৩২ শতাংশের, কমেছে ১৬৮ টির বা ৪২.৩১ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টির বা ১৪.৩৫ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৮৯ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১৯ পয়েন্ট বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৫২৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩১ টির দর বেড়েছে, ১৩৪ টির দর কমেছে এবং ২৬ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে