ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

ডিএসইতে মূল্যসূচক বাড়লও কমেছে সিএসইতে

২০২৪ ডিসেম্বর ২৬ ১৪:৫৭:০৬
ডিএসইতে মূল্যসূচক বাড়লও কমেছে সিএসইতে

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৮৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ২৮২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ২৭৫ কোটি ৭৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৬ কোটি ৪৩ লাখ বা ২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৭ টি বা ৪৭.২২ শতাংশের। আর দর কমেছে ১২৮ টি বা ৩২.৩২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮১ টি বা ২০.৪৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৮ টির, কমেছে ৭৪ টির এবং পরিবর্তন হয়নি ৩৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৪৩৫ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে