ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

গত সপ্তাহে শেয়ারবাজারে মূল্যসূচক ও লেনদেন বেড়েছে

২০২৩ জুলাই ১৫ ০৮:৩৮:২৩
গত সপ্তাহে শেয়ারবাজারে মূল্যসূচক ও লেনদেন বেড়েছে

স্টক সংবাদ প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (৯ জুলাই-১৩ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে হয়েছে। একইসঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। ওইসময় লেনদেন বেড়েছে ৬৭১ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৪ হাজার ২৫৭ কোটি ২২ লাখ ২৭ হাজার ২৭ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৮৫ কোটি ৭৪ লাখ ৮২ হাজার ১৫৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৬৭১ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার ৮৭২ টাকা বা ১৮.৭৩ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৬.৩১ পয়েন্ট বেড়ে ৬৩৪১ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজার মূলধনের শীর্ষ-৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস-৩০ আগের সপ্তাহের চেয়ে ৫.৫৬ পয়েন্ট বেড়ে ২১৯৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.১৬ পয়েন্ট বা ০.৩০ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে ডিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ১৯৫ কোটি ৫১ লাখ ০৬ হাজার ৭০৮ টাকায়। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৭১ হাজার ৩৩১ কোটি ০৫ লাখ ৭৩ হাজার ৮৭ টাকায়। সেই অনুযায়ী এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ১.৩১ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে ৪০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ২৩টির। আর ১৯৪টির দাম ছিল অপরিবর্তিত।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে