ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে উত্থান

২০২৫ জানুয়ারি ০১ ১৫:১৭:০৯
শেয়ারবাজারে উত্থান

বুধবার (১ জানুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২১৮পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১২ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৩৩০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৭৩ কোটি ৮৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪৩ কোটি ২৭ লাখ টাকার বা ১২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩১ টি বা ৩৩.০৮ শতাংশের। আর দর কমেছে ১৮৫ টি বা ৪৬.৭১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮০ টি বা ২০.২০ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৫৭ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭০ টির, কমেছে ৭৩ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫১২ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে