ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

মঈনের জন্য ওষুধ পাঠালেন নারী ভক্ত, অতঃপর...

২০২৩ জুলাই ১৫ ১১:২৮:৩১
মঈনের জন্য ওষুধ পাঠালেন নারী ভক্ত, অতঃপর...

.অ্যাশেজে এজবাস্টন টেস্টে হারের পর একটি মেইল পেয়েছিলেন মঈন আলী। মেইলটি তাঁকে লিখেছেন ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সার্ভিসের (এনএইচএস) এক নারী কর্মী। নিজেকে মঈনের ‘বড় ভক্ত’ হিসেবে দাবি করে সেই নারী ইংল্যান্ড অলরাউন্ডারের আঙুলের সমস্যার একটি সমাধান দেন।

মঈন ডানহাতি অফ স্পিনার। ‘ফিঙ্গার স্পিনার’ হওয়ায় বল গ্রিপ করেন তর্জনী দিয়ে। দীর্ঘদিন পর টেস্টে ফেরা মঈন এজবাস্টন টেস্টে টানা বোলিং করলে তর্জনীর মাথায় ফোসকা পড়ে। শেষ দিনে তাই মাত্র ৭ ওভার বোলিং করতে পেরেছিলেন। মঈনের সেই নারী ভক্ত বিষয়টি তখনই খেয়াল করেছিলেন।

মঈনের মুখেই শুনুন এরপর কী ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন এ নিয়ে ইংল্যান্ড অলরাউন্ডারের উদ্ধৃতি প্রকাশ করেছে, ‘তিনি (নারী ভক্ত) দাবি করেন, আমার আঙুলের কাটা ও ক্ষতস্থান তার চোখে পড়েছে। এরপর ‘‘আমরা তোমাকে একটি জিনিস (ওষুধ) পাঠিয়েছি, যেটি (ক্ষত মোচনে) সাহায্য করবে’’—এটা জানিয়ে তিনি মেডিহানি (মধু থেকে তৈরি ওষুধ) পাঠান। এটা “মানুকা হানি” (মানুকাগাছের ফুল থেকে বানানো মধু) থেকে বানানো অ্যান্টি-ব্যাকটেরিয়াল জেল, যা ক্ষত মোচন করে। (ওষুধটি) বিস্ময়কর কাজ করেছে, ক্ষতটা খুব দ্রুত শুকাতে শুরু করে। এখন আমি যতটা সম্ভব বোলিং করতে চাই।’

মঈন চাইলে গোপনে কাজটি করতে পারতেন, আইসিসির সমালোচনায় বললেন হগজরিমানা দিতে হয়েছে মঈনকেহেডিংলিতে তৃতীয় টেস্টে ১৭ ওভার বল করে ২টি উইকেট নেন মঈন। অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে সেরা দুই তারকা স্টিভেন স্মিথ ও মারনাস লাবুশেনকে আউট করেছিলেন

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে