ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

বিনিয়োগকারীদের দাবি শুধু মাকসুদের পদত‍্যাগ

২০২৫ জানুয়ারি ০৭ ১৩:১৫:৩৫
বিনিয়োগকারীদের দাবি শুধু মাকসুদের পদত‍্যাগ

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যগের দাবিতে মঙ্গলবার (০৭ জানুয়ারি) মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা।

এদিন রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে বিনিয়োগকারীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। অর্থ উপদেষ্টার ডিএসইতে যাওয়াকে কেন্দ্র করে ওখানে মানববন্ধন করেন বিনিয়োগকারীরা।

এদিন (৭ জানুয়ারি) সকাল ১০টায় দেশের পুঁজিবাজারে চলমান সংকট নিরসনে করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় বসেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মানববন্ধন বিনিয়োগকারীরা বলেন, শেয়ারবাজারের ধারাবাহিক দর পতন অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন বিনিয়োগকারীদের একটাই দাবি, বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ। কারন তিনি বিএসইসির চেয়ারম্যান হওয়ার যোগ্য না। তার শেয়ারবাজার নিয়ে জ্ঞান শুন‍্য। বর্তমান সরকার কিভাবে তার মতো মেধাহীন লোককে বিএসইসিতে বসালো, তা আমাদের বোধগম্য না।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে