ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

সূচক উত্থানেও মন্দা লেনদেন

২০২৩ জুন ০৭ ১৫:১৯:৫০
সূচক উত্থানেও মন্দা লেনদেন

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এদিন প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান বেশি হয়েছে। আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান কমেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বুধবার ডিএসইতে ৭৮২ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন মঙ্গলবার লেদেন হয়েছিল ১ হাজার ৮৬ কোটি ৮৮ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৩টি এবং কমেছে ৪৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৭৮টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৮ দশমিক ৯৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক দশমিক ৪৭ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ দশমিক শূন্য ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৮৯ দশমিক ২১ পয়েন্টে এবং ১ হাজার ৩৭৫ দশমিক ৩৩ পয়েন্টে।

এদিন সিএসইতে ১৪ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন মঙ্গলবার লেদেন হয়েছিল ১৮ কোটি ৪৯ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২১০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৪টি এবং কমেছে ৪৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ৯০টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩৫ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০৩ দশমিক ২৪ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ২ দশমিক ১৬ পয়েন্ট এবং সিএসসিএক্স ২ দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৮ দশমিক ৬১ পয়েন্টে এবং ১১ হাজার ১৯৫ দশমিক ৯৩ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ২ দশমিক ৫০ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৮ দশমিক ৪৯ পয়েন্ট এবং সিএসআই সূচক ১ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩৭৭ দশমিক ৮৫ পয়েন্টে, ১১ হাজার ১৮৭ দশমিক ৭৯ পয়েন্টে এবং ১ হাজার ১৭৪ দশমিক ৩৪ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩১২ দশমিক ৬১ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে