ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

ঊভয় শেয়ারবাজারে পতন

২০২৫ জানুয়ারি ১২ ১৫:০৮:১৪
ঊভয় শেয়ারবাজারে পতন

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১২ জানুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে পতন হয়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৫৬ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৯ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৩৭১ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩২৪ কোটি ৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪৬ কোটি ৯৭ লাখ বা ১৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৯ টি বা ১৭.২৯ শতাংশের। আর দর কমেছে ২৮২ টি বা ৭০.৬৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৮ টি বা ১২.০৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৮ টির, কমেছে ১১৫ টির এবং পরিবর্তন হয়নি ৩৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৪৪১ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে