ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৫ জানুয়ারি ১৬ ১৪:৫৯:২২
শেয়ারবাজারে পতন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসাথে লেনদের পরিমাণ কমেছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৩৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৮ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৬৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪০৬ কোটি ৭৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪৩ কোটি ৮ লাখ টাকার বা ১১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪১ টি বা ৩৫.৩৩ শতাংশের। আর দর কমেছে ১৯৬ টি বা ৪৯.১২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬২ টি বা ১৫.৫৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৫ টির, কমেছে ৯৭ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৩৫২ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে