ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে উত্থান

২০২৩ জুলাই ১৬ ১৫:৩৮:৩৬
শেয়ারবাজারে উত্থান

স্টক সংবাদ প্রতিবেদক : বৃহস্পতিবার (১৩ জুলাই) দেশের ঊভয় শেয়ারবাজারে প্রধান মূল্যসূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে আর্থিক লেনদেনের পরিমাণ।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩৬৭ পয়েন্টে। আগের দিন এই সূচক বেড়েছিল ৪ পয়েন্ট। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ২২০২ পয়েন্টে ও ডিএসই শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৭ পয়েন্টে।

রবিবার ডিএসইতে ৯৩৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবস হয়েছিল ৭৫০ কোটি ৮৬ লাখ টাকার। অর্থাৎ লেনদেন বেড়েছে ১৮২ কোটি ৮৯ লাখ টাকার বা ২৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩০টি বা ৩৩.৯৪ শতাংশের। আর দর কমেছে ৬১টি বা ১৫.৯৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৯২টি বা ৫০.১৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৪টির, কমেছে ৫৩টির এবং পরিবর্তন হয়নি ৮৫টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৭৯১ পয়েন্টে।

এর আগে বৃহস্পতিবার সিএসইতে ১৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে