ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

ডিএসইতে মূল্যসূচক কমলেও বেড়েছে সিএসইতে

২০২৫ জানুয়ারি ২২ ১৫:০০:১৭
ডিএসইতে মূল্যসূচক কমলেও বেড়েছে সিএসইতে

বুধবার (২২ জানুয়ারী) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমান। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমানও।আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৭৭ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৭ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৪১৩ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৯৯ কোটি ১৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৮৬ কোটি ১২ লাখ টাকার বা ১৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯২ টি বা ২৩.২৩ শতাংশের। আর দর কমেছে ২৪৭ টি বা ৬২.৩৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৭ টি বা ১৪.৩৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৬ টির, কমেছে ১০৩ টির এবং পরিবর্তন হয়নি ২০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫১৮ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে