ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৩ জুলাই ১৭ ১৮:১৯:৪২
শেয়ারবাজারে পতন

স্টক সংবাদ প্রতিবেদক : সোমবার (১৭ জুলাই) দেশের ঊভয় শেয়ারবাজারে প্রধান মূল্যসূচক কমেছে। একইসঙ্গে কমেছে আর্থিক লেনদেনের পরিমাণ।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৩৬১ পয়েন্টে। আগের দিন এই সূচক বেড়েছিল ২৬ পয়েন্ট। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২২০০ পয়েন্টে ও ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৮৭ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৯৩২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবস হয়েছিল ৯৩৩ কোটি ৭৫ লাখ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে ১ কোটি ৩ লাখ টাকার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৩টি বা ২২.৫৫ শতাংশের। আর দর কমেছে ১১৩টি বা ৩০.৭১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৭২টি বা ৪৬.৭৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫টির, কমেছে ৮০টির এবং পরিবর্তন হয়নি ৬৯টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৭৮৫ পয়েন্টে।

এর আগে রবিবার সিএসইতে ১৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে