ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

রশিদকে ছাড়াই আসছে আফগানিস্তান

২০২৩ জুন ০৭ ১৯:৫৬:০৭
রশিদকে ছাড়াই আসছে আফগানিস্তান

দলে নেই আইপিএল খেলে আলোচনায় আসা আরেক রিস্ট স্পিনার নূর আহমেদও। আরেক আফগান স্পিনার মুজিব উর রেহমান টেস্ট খেলছেন না ২০১৮ সাল থেকে। আর মোহাম্মদ নবী তো টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০১৯ সালে। সব মিলিয়ে বোলিং আক্রমণে এক দল নতুন মুখ নিয়ে বাংলাদেশ সফরে আসছে হাশমতউল্লাহ শহীদির আফগানিস্তান।

নিয়মিত স্পিনারদের অনুপস্থিতিতে ১৫ সদস্যের দলে আছেন বাঁহাতি স্পিনার আমির হামজা, বাঁহাতি রিস্ট স্পিনার জহির খান এবং আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা ১৯ বছর বয়সী লেগ স্পিনার ইজহারুলহক নাভিদ।

টেস্ট দলের নিয়মিত পেসার ইয়ামিন আহমেদজাইর সঙ্গে আছেন করিম জানাত, নিজাত মাসুদ। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা দুজনই এর আগে আফগানিস্তানের হয়ে শুধু সাদা বলের ক্রিকেট খেলেছেন। এখন পর্যন্ত কোনো ম্যাচ না খেলা ইব্রাহিম আবদুলরহিমজাই আছে এ দলে।

ব্যাটসম্যানদের মধ্যে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরস্কার হিসেবে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান বাহির শাহ। আফগানিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ৩৩ ম্যাচ খেলে ৬৫.২০ গড়ে ১টি ট্রিপল সেঞ্চুরি ও ৯টি সেঞ্চুরি করেছেন তিনি

আফগানিস্তান দল বাংলাদেশ সফরে আসবে আগামী ১০ জুন। তিন দিন অনুশীলন শেষে ১৪ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট। সফরে আরও ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

পাঠকের মতামত:

বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ খবর

বিশেষ প্রতিবেদন - এর সব খবর



রে