ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

মঙ্গলবারও শেয়ারবাজারে পতন

২০২৩ জুলাই ১৮ ১৬:২৩:৩১
মঙ্গলবারও শেয়ারবাজারে পতন

স্টক সংবাদ প্রতিবেদক : আগেরদিনের ন্যায় মঙ্গলবারও (১৮ জুলাই) দেশের ঊভয় শেয়ারবাজারে প্রধান মূল্যসূচক কমেছে। তবে আজ বেড়েছে আর্থিক লেনদেনের পরিমাণ।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৩৫১ পয়েন্টে। আগের দিন এই সূচক কমেছিল ৬ পয়েন্ট। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২১৯৮ পয়েন্টে ও ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৮ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৪৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবস হয়েছিল ৯৩২ কোটি ৭২ লাখ টাকার। অর্থাৎ লেনদেন বেড়েছে ১১১ কোটি ৮৪ লাখ টাকার বা ১২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৩টি বা ১৬.৯৮ শতাংশের। আর দর কমেছে ১১৬টি বা ৩১.২৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৯২টি বা ৫১.৭৫ শতাংশের।

আজ ডিএসইতে ফু-ওয়াং ফুডের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির ৬৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা আরডি ফুডের ৫৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৩ কোটি ৫ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ৩য় অবস্থানে রয়েছে সী পার্ল। অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮টির, কমেছে ৭১টির এবং পরিবর্তন হয়নি ৮৪টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৭৬৮ পয়েন্টে।

এর আগে সোমবার সিএসইতে ১৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে