ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

দলবদলের গুঞ্জন মাথায় নিয়েই পিএসজির অনুশীলনে ফিরলেন এমবাপ্পে

২০২৩ জুলাই ১৮ ১৮:২৮:১৬
দলবদলের গুঞ্জন মাথায় নিয়েই পিএসজির অনুশীলনে ফিরলেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ কী? এ মৌসুমেই কি তিনি রিয়াল মাদ্রিদে নাম লেখাবেন, নাকি আগামী মৌসুমে মুক্ত খেলোয়াড় হিসেবে কোথাও যাবেন—ফুটবল–বিশ্বে এমন সব প্রশ্ন ঘুরছে।

লিওনেল মেসি পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যাওয়ার কয়েক দিন পরই এমবাপ্পে একটি সিদ্ধান্তে আসেন। পিএসজিকে চিঠি দিয়ে জানিয়ে দেন, আগামী মৌসুমের পর তিনি আর প্যারিসের ক্লাবটিতে থাকতে চান না। এরপরই তাঁকে বিক্রি করার জন্য উঠেপড়ে লেগেছে পিএসজি। কারণ, আগামী মৌসুমে মুক্ত খেলোয়াড় হয়ে গেলে যে আর ট্রান্সফার ফি পাবে না তারা।

ছুটিতে ক্যামেরুনে বাবার গ্রামে ঘুরতে গেছেন কিলিয়ান এমবাপ্পে

অন্যদিকে এমবাপ্পে চান চুক্তির মেয়াদ শেষ করেই পিএসজি ছাড়তে। না হলে যে বিশাল অঙ্কের ‘আনুগত্য’ বোনাস পাবেন না তিনি!

এমবাপ্পের এমন আচরণে একটু যেন বিরক্তই পিএসজি। কিন্তু সেসবে ফরাসি স্ট্রাইকারের কিছু যায়-আসে বলে মনে হচ্ছে না। পরিস্থিতি যখন এমন, ছুটি শেষ করে পিএসজিতে ফিরেছেন এমবাপ্পে। গতকাল প্যারিসের ক্লাবটিতে ফিরে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আগামী মৌসুমের জন্য নিজেকে প্রস্তুত করার কাজেও নেমে পড়েছেন

রিয়ালে না যাওয়া হলে পিএসজিতে চুক্তি নবায়ন করতে পারেন এমবাপ্পেপিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে

পুরোদমে জিমও শুরু করে দিয়েছেন। জিমে ঢোকার আগে তাঁর সঙ্গে দেখা হয় নেইমারের। ব্রাজিলিয়ান তারকাকে আলিঙ্গনে আবদ্ধ করেন তিনি। এরপর দুজনে কিছু সময় কথা বলে যাঁর যাঁর কাজে চলে যান

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে