ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

মূল্যসূচক বাড়লেও লেনদেনে পতন

২০২৩ জুলাই ১৯ ১৫:৪৪:৫২
মূল্যসূচক বাড়লেও লেনদেনে পতন

স্টক সংবাদ প্রতিবেদক : আগের দুইদিনের পতন কাটিয়ে বুধবার (১৯ জুলাই) দেশের ঊভয় শেয়ারবাজারে প্রধান মূল্যসূচক বেড়েছে। তবে কমে গেছে আর্থিক লেনদেনের পরিমাণ।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩৬৬ পয়েন্টে। আগের দিন এই সূচক কমেছিল ১০ পয়েন্ট। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২২০০ পয়েন্টে ও ডিএসই শরীয়াহ সূচক ০.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৮৮ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ৮৭৭ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবস হয়েছিল ১ হাজার ৪৪ কোটি ৫৬ লাখ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে ১৬৭ কোটি ২০ লাখ টাকার বা ১৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৬টি বা ৩১.৬৯ শতাংশের। আর দর কমেছে ৬৫টি বা ১৭.৭৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৮৫টি বা ৫০.৫৫ শতাংশের।

আজও ডিএসইতে ফু-ওয়াং ফুডের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির ৪৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে উঠে আসা সী পার্লের ৩৭ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৬ কোটি ৮০ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ৩য় অবস্থানে নেমেছে আরডি ফুড। অপরদিকে সিএসইতে বুধবার ১০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮২টির, কমেছে ৫৪টির এবং পরিবর্তন হয়নি ৮২টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৭৮০ পয়েন্টে।

এর আগে মঙ্গলবার সিএসইতে ১৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে