ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে উন্নতি

২০২৩ জুলাই ২২ ১০:০৫:৩১
বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে উন্নতি

স্টক সংবাদপ্রতিবেদক : গত সপ্তাহে (১৬-২০ জুলাই) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকসহ লেনদেনে উন্নতি হয়েছে। এছাড়া বেশি সংখ্যক কোম্পানির দর বৃদ্ধি ও বাজার মূলধন বা বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৪টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৮টির বা ৩০.৭৩ শতাংশের, কমেছে ২৩টির বা ৫.৯৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৯৭টির বা ৫১.৩০ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৫১ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৩৬৫.৬১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৭৬ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ০.২৪ পয়েন্ট বা ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৮৩.১৮ পয়েন্টে এবং ২১৯৬.৭৯ পয়েন্টে।

এই অবস্থার মধ্যে গত সপ্তাহে বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে যোগ হয়েছে ২ হাজার ৬০২ কোটি ৪০ লাখ ২৯ হাজার ১৮৮ টাকা। দেখা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬১ হাজার ১৯৫ কোটি ৫১ লাখ ৬ হাজার ৭০৮ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৭৯৭ কোটি ৯১ লাখ ৩৫ হাজার ৮৯৬ টাকায়।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৭৩৫ কোটি ৪১ লাখ ৩১ হাজার ৫১৬ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৪ হাজার ২৫৭ কোটি ২২ লাখ ২৭ হাজার ২৭ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৪৭৮ কোটি ১৯ লাখ ৪ হাজার ৪৮৯ টাকা বা ১১.২৩ শতাংশ বেড়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮০ কোটি ১৩ লাখ ২১ হাজার ৮৪৭ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৭.০৭ পয়েন্ট বা ০.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮৭৭৮.৯৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৯টির বা ৩১.৬৩ শতাংশের দর বেড়েছে, ৭৬টির বা ২৪.২৮ শতাংশের দর কমেছে এবং ১৩৮টির বা ৪৪.০৯ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে