ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

শেয়ারবাজারে পতন

২০২৫ এপ্রিল ২১ ১৪:৫৭:১১
শেয়ারবাজারে পতন

সোমবার (২১এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫০৪৫ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২৩ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৩৫৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৫১ কোটি ৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৭ কোটি ৯৬ লাখ টাকার বা ২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৩ টি বা ২৫.৯৪ শতাংশের। আর দর কমেছে ২৩৪ টি বা ৫৮.৯৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬০ টি বা ১৫.১১ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৫ টির, কমেছে ১১৫ টির এবং পরিবর্তন হয়নি ৩৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪১২৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬৪ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে