ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

আজও শেয়ারবাজারে পতন

২০২৫ এপ্রিল ২৪ ১৪:৪৮:৩৯
আজও শেয়ারবাজারে পতন

বৃহস্পতিবার (২৪এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে।তবে লেনদের পরিমাণ বেড়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৯৭৩ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৪ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৬৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩০০ কোটি ৬২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৬৬ কোটি ৫৩ লাখ টাকার বা ২২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫২ টি বা ১৩.০৬ শতাংশের। আর দর কমেছে ৩০০ টি বা ৭৫.৩৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৬ টি বা ১১.৫৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫২ টির, কমেছে ১৪০ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৯৭৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে