ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

বাজার মূলধন কমেছে ৭ হাজার ৮৬ কোটি টাকা

২০২৫ এপ্রিল ২৬ ১২:৩৯:০৫
বাজার মূলধন কমেছে ৭ হাজার ৮৬ কোটি টাকা

গত সপ্তাহে (২০-২৪এপ্রিল) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে।একইসঙ্গে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৭ হাজার ৮৬ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ৮ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭০ হাজার ৫৩৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৪৫০ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৭ হাজার ৮৬ কোটি টাকা বা ১ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৭১৮ কোটি ১৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯৬ কোটি ১৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১২২ কোটি ১ লাখ টাকার বা ৮ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৫ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৯৭৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৯ পয়েন্ট বা ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১০৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৭ টির বা ১৪.৩৯ শতাংশের, কমেছে ৩২৪ টির বা ৮১.৮১ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৫ টির বা ৩.৭৮ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৭ কোটি ৩৪ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০২ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৯৫৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৫টির দর বেড়েছে, ২৪২ টির দর কমেছে এবং ২১ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে