ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে আজও পতন

২০২৩ জুলাই ২৪ ১৬:২০:০৭
শেয়ারবাজারে আজও পতন

স্টক সংবাদ প্রতিবেদক : আগের দিনের ন্যায় সোমবারও (২৪ জুলাই) দেশের ঊভয় শেয়ারবাজারে প্রধান মূল্যসূচক কমেছে। একইসঙ্গে কমে গেছে আর্থিক লেনদেনের পরিমাণ।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৩৩৮ পয়েন্টে। আগের দিন এই সূচক কমেছিল ২৩ পয়েন্ট। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে ২১৬৭ পয়েন্টে ও ডিএসই শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৭৪ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৬৩৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবস হয়েছিল ৭৪৬ কোটি ১৭ লাখ টাকার। অর্থাৎ লেনদেন কমেছে ১১২ কোটি ৬৮ লাখ টাকার বা ১৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৯টি বা ১৯.৩৩ শতাংশের। আর দর কমেছে ১০২টি বা ২৮.৫৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৮৬টি বা ৫২.১০ শতাংশের।

সোমবার ডিএসইতে ফু-ওয়াং ফুডের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির ৩০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে রূপালি লাইফের ২৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৪ কোটি ৪০ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ৩য় অবস্থানে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

অপরদিকে সিএসইতে সোমবার ৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫০টির, কমেছে ৬৫টির এবং পরিবর্তন হয়নি ৭১টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৭২২ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে