ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

বিএসইসির সুবর্ণজয়ন্তী পুরুস্কার পেল বিতর্কিত ইস্যু ম্যানেজার এএএ ফাইন্যান্স

২০২৩ জুলাই ২৬ ০৯:২১:২৭
বিএসইসির সুবর্ণজয়ন্তী পুরুস্কার পেল বিতর্কিত ইস্যু ম্যানেজার এএএ ফাইন্যান্স

শেয়ারবাজারে ইস্যু আনার ক্ষেত্রে কৃত্রিমভাবে কাট-অফ প্রাইস নির্ধারনে মূখ্য ভূমিকা রাখা এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার পেয়েছে। যে প্রতিষ্ঠানটির দায়িত্বরতরা বসুন্ধরা পেপার মিলস ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের উচ্চ কাট-অফ প্রাইস নির্ধারনে কারসাজিতে মূখ্য ভূমিকা রেখেছে বলে অভিযোগ আছে। এছাড়া আছিয়া সী ফুডসের মতো দূর্বল কোম্পানির ব্যবসা অনেক ভালো এবং ভূয়া সম্পত্তি দেখিয়ে শেয়ারবাজারে এনেছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উদ্যোগে বাংলাদেশের পুঁজিবাজারে কর্মরত প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বিচার-বিশ্লেষণের ভিত্তিতে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের জন্য স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার প্রদান অনুষ্ঠান এবং বিএসইসি'র কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার, ২০২২-২৩ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

শেয়ারবাজারে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালের জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানসমূহকে ‘স্টক ব্রোকার ও ডিলার’, ‘মাচেন্ট ব্যাংকার’ এবং ‘অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি’-এই তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

‘স্টক ব্রোকার/ডিলার' ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা- ১ম পুরস্কার: ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, ২য় পুরস্কার: শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড ও ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এবং ৩য় পুরস্কার: শেলটেক ব্রোকারেজ লিমিটেড ও ইমিনেন্ট সিকিউরিটিজ লিমিটেড।

মার্চেন্ট ব্যাংকার ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা - ১ম পুরস্কার: গ্রীন ডেল্টা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও ২য় পুরস্কার: এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

‘অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি' ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা - ১ম পুরস্কার: ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ও ২য় পুরস্কার: লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে