ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

উত্থানেও ডিএসইর বেশিরভাগ কোম্পানির দর পতন

২০২৩ জুন ০৮ ১৫:০৮:৩৪
উত্থানেও ডিএসইর বেশিরভাগ কোম্পানির দর পতন

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬৩ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন বুধবার লেদেন হয়েছিল ৭৮২ কোটি ৮০ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮২টি এবং কমেছে ৯৭টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৬৮টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫২ দশমিক ৮৪ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৬৭ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯২ দশমিক ৮৮ পয়েন্টে এবং ১ হাজার ৩৭৮ দশমিক ৪২ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২১ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন বুধবার লেদেন হয়েছিল ১৪ কোটি ৭ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২০৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৯টি এবং কমেছে ৫১টির। শেয়ার পরিবর্তন হয়নি ৭৭টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৬২ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৬৫ দশমিক ৪৯ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ১ দশমিক ৪৯ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১২ দশমিক ৩৫ পয়েন্ট, সিএসসিএক্স ৩৪ দশমিক ৭০ পয়েন্ট এবং সিএসআই সূচক ৩ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৪ দশমিক ৪৩ পয়েন্টে, ১৩ হাজার ৩৯০ দশমিক ২০ পয়েন্টে, ১১ হাজার ২২২ দশমিক ৬৬ পয়েন্টে এবং ১ হাজার ১৭৭ দশমিক ৯৮ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে