ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

মুনাফা কমেছে ৬০ শতাংশ কোম্পানির

২০২৩ জুলাই ২৭ ১১:৩৯:২৯
মুনাফা কমেছে ৬০ শতাংশ কোম্পানির

বৃহস্পতিবার (২৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে চলতি অর্থবছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন ২০২৩) আর্থিক হিসাব প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে ৬০ শতাংশের ব্যবসায় পতন হয়েছে। বাকি ৪০ শতাংশ কোম্পানির উন্নতি হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন প্রথমার্ধের আর্থিক হিসাব প্রকাশ করা ১৫টি কোম্পানির মধ্যে ৯টির বা ৬০ শতাংশ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে। বাকি ৬টি বা ৪০ শতাংশ কোম্পানির মুনাফা বেড়েছে।

ওই ১৫টি কোম্পানির মধ্যে প্রভাতি ইন্স্যুরেন্সের ব্যবসায় সবচেয়ে বেশি পতন হয়েছে। কোম্পানিটির ইপিএস কমেছে ৪৬ শতাংশ। আর সবচেয়ে বেশি ১৬০% ইপিএস বেড়েছে রবি আজিয়াটার।

নিম্নে কোম্পানিগুলোর প্রথমার্ধের শেয়ারপ্রতি মুনাফার উত্থান-পতনের তথ্য প্রকাশ করা হল-

কোম্পানির নাম

প্রথমার্ধ -২০২৩ (ইপিএস)

প্রথমার্ধ -২০২২ (ইপিএস)

উত্থান-পতনের হার

রবি আজিয়াটা

০.১৩

০.০৫

১৬০%

ফার্স্ট সিকিউরিটি

১.১৫

০.৮৭

৩২%

পূবালি ব্যাংক

২.৭১

২.৩৬

১৫%

শাহজালাল ব্যাংক

২.৪৫

২.৩২

৬%

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স

২.০৪

২.০২

১%

ইসলামী ব্যাংক

২.১৩

২.১০

১%

প্রভাতি ইন্স্যুরেন্স

১.০৪

১.৯৩

(৪৬%)

লংকাবাংলা ফাইন্যান্স

০.৩২

০.৫৮

(৪৫%)

সাউথইস্ট ব্যাংক

১.৫০

২.৪৬

(৩৯%)

সোনারবাংলা ইন্স্যুরেন্স

১.১৪

১.৬৮

(৩২%)

গ্লোবাল ইন্স্যুরেন্স

০.৬০

০.৮৫

(২৯%)

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক

১.১০

১.৩৬

(১৯%)

নিটল ইন্স্যুরেন্স

০.৯০

১.০৭

(১৬%)

কর্ণফুলি ইন্স্যুরেন্স

১.০৭

১.১৬

(৮%)

ডাচ-বাংলা ব্যাংক

৩.২১

৩.৩৩

(৭%)

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে