ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে সামান্য উত্থান

২০২৩ জুলাই ২৭ ১৭:৩৫:১৭
শেয়ারবাজারে সামান্য উত্থান

সপ্তাহের শেষ কার্যদিবস (২৭ জুলাই) দেশের শেয়ারবাজারে মূল্যসূচক সামান্য বেড়েছে। একইসঙ্গে বেড়েছে আর্থিক লেনদেনের পরিমাণ।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩৪০ পয়েন্টে। আগের দিন এই সূচক বেড়েছিল ১ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৬৭৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবস হয়েছিল ৫৩৮ কোটি ৯২ লাখ টাকার। অর্থাৎ লেনদেন বেড়েছে ১৩৮ কোটি ২৩ লাখ টাকার বা ২৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮০টি বা ২৩.১৯ শতাংশের। আর দর কমেছে ৮৫টি বা ২৪.৬৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৮০টি বা ৫২.১৭ শতাংশের।

বৃহস্পতিবার ডিএসইতে ফু-ওয়াং ফুডের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির ৪০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ডেল্টা লাইফের ২৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৪ কোটি ৬৭ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ৩য় অবস্থানে রয়েছে সী পার্ল।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫টির, কমেছে ৫১টির এবং পরিবর্তন হয়নি ৬৪টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৭১৭ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ওইদিন সিএসইর সূচক সিএএসপিআই ১ পয়েন্টেরও কম বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে