ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

ডিএসইতে সূচক ও লেনদেন উত্থান : সিএসইতে লেনদেনে পতন

২০২৩ আগস্ট ০২ ১৫:৫৯:১১
ডিএসইতে সূচক ও লেনদেন উত্থান : সিএসইতে লেনদেনে পতন

বুধবার (০২ আগস্ট) দেশের ঊভয় শেয়ারবাজারে প্রধান মূল্যসূচক সামান্য বেড়েছে। একইসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে আর্থিক লেনদেনের পরিমাণ। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩৪৩ পয়েন্টে। আগের দিন এই সূচক বেড়েছিল ১৪ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৬৩৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবস হয়েছিল ৫৪৬ কোটি ৪৫ লাখ টাকার। অর্থাৎ লেনদেন বেড়েছে ৯২ কোটি ৭০ লাখ টাকার বা ১৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৮টি বা ২৩.৭১ শতাংশের। আর দর কমেছে ৮৭টি বা ২৬.৪৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৬৪টি বা ৪৯.৮৫ শতাংশের।

বুধবার ডিএসইতে জেএমআই হসপিটালের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির ৩০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ফু-ওয়াং ফুডের ২৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২১ কোটি ৭৮ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ৩য় অবস্থানে রয়েছে সী পার্ল।

অপরদিকে সিএসইতে বুধবার ৮ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৫টির, কমেছে ৪৭টির এবং পরিবর্তন হয়নি ৬৭টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৭২১ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ওইদিন সিএসইর সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে