ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

সুখী দাম্পত্য জীবনের রহস্য জানালেন অঙ্গদ

২০২৩ আগস্ট ০৫ ১১:৩৯:৪০
সুখী দাম্পত্য জীবনের রহস্য জানালেন অঙ্গদ

‘পিঙ্ক’ ছবিতে সবার নজর কেড়েছিলেন বলিউড অভিনেতা অঙ্গদ বেদি। সাধারণত ধূসর বা ব্যতিক্রম চরিত্রে তাঁকে বেশি দেখা যায়। তবে এবার রোমান্টিক চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছেন তিনি। ‘লাস্ট স্টোরিজ টু’ অ্যান্থলজির স্বল্পদৈর্ঘ্যের ছবিতে ম্রুণাল ঠাকুর আর অঙ্গদের মিষ্টি রসায়ন দর্শকের মনে ধরেছে।

বলিউড অভিনেতা অঙ্গদ বেদিবলিউড অভিনেতা অঙ্গদ বেদিছবি : ইনস্টাগ্রামগত বুধবার মুম্বাইয়ের এক হোটেলে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারের শুরুতেই উঠে আসে ‘লাস্ট স্টোরিজ টু’র সফলতার কথা। এই অ্যান্থলজিতে আর বালকি পরিচালিত ‘মেড ফর ইচ আদার’ ছবিতে দেখা গেছে তাঁকে। অঙ্গদ বলেন, ‘এই অ্যান্থলজির পর দারুণ সাড়া পাচ্ছি। অনেকের মতে, ‘লাস্ট স্টোরিজ টু’র সব পর্বের মধ্যে আমাদেরটাই বেশি ভালো হয়েছে। এখানে “কাম”-এর চেয়ে “ভালোবাসা” বেশি ছিল। বালকি স্যার খুব সুন্দরভাবে গল্পটা তুলে ধরেছেন।’ ম্রুণালের সঙ্গে রসায়নের প্রসঙ্গে তিনি বলেন, আসলে ম্রুণাল ভীষণ মিষ্টি স্বভাবের মেয়ে। অভিনেত্রী হিসেবেও দুর্দান্ত। তাঁর সঙ্গে পর্দার বাইরেও সুন্দর বোঝাপড়া তৈরি হয়েছিল। আর সেটা পর্দায় ধরা পড়েছে।

‘মেড ফর ইচ আদার’ ছবির অন্যতম আকর্ষণ ছিলেন অভিনেত্রী নীনা গুপ্তা। তাঁর মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উৎফুল্ল অঙ্গদ। এটাকে নিজের অনেক বড় সৌভাগ্যের বিষয় বলে মনে করেন তিনি। অঙ্গদ হেসে বলেন, ‘জানেন, আমার খুব ইচ্ছা, নীনাজির সঙ্গে পর্দায় রোমান্স করার। আমি নীনাজিকেও এ কথা বলেছি।’ এই অভিনেতা জানান যে এখন তিনি রোমান্টিক চরিত্রে কাজ করতে বেশি ইচ্ছুক

অঙ্গদের অভিনয়জীবনের বয়স ১৯ বছর পার হয়ে গেছে। কিন্তু অনেকে মনে করেন তাঁর ক্যারিয়ারে সফলতার চেয়ে ব্যর্থতা বেশি। তবে এটা নিয়ে আক্ষেপ নেই এই অভিনেতার। তাঁর ভাষায়, ‘ব্যর্থতায় আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। কারণ, ক্যারিয়ারে সফলতার চেয়ে ব্যর্থতার বেশি মুখোমুখি হয়েছি আমি। নিশ্চিত করে বলতে পারি, আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষক ব্যর্থতা। জীবনের আসল শিক্ষা আমি ব্যর্থতা থেকে পেয়েছি।’ জীবনের কঠিন সময়ে পরিবারের সঙ্গে থাকতে ভালোবাসেন বলে জানান অঙ্গদ।

সাক্ষাৎকারের শেষে উঠে আসে অঙ্গদ আর নেহা ধুপিয়ার সুখী দাম্পত্য জীবনের কিছু কথা। অঙ্গদ তাঁদের সুখী দাম্পত্য জীবনের রহস্য বলে দিলেন। ‘দাম্পত্য জীবন সুখী রাখতে হলে স্ত্রীর কথা সব সময় মুখ বুজে মেনে নিতে হবে। আর মাথায় রাখি যে আমার স্ত্রী ঠিক, আমি ভুল। সে কখনো ভুল হতেই পারে না। আর এতে বাড়িতে শান্তি বজায় থাকে।’ (সশব্দ হেসে)

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে