ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

মাছ বিক্রি করছেন সাবিলা, আজ কোন বাজারে মাছ নিয়ে বসবেন তিনি?

২০২৩ আগস্ট ০৬ ১০:০৯:৫৪
মাছ বিক্রি করছেন সাবিলা, আজ কোন বাজারে মাছ নিয়ে বসবেন তিনি?

ব্যস্ত মাছের বাজার। সকালে মাছ বেচাকেনায় বেশ জমে উঠেছে বাজার। বাজারের এক কোণে মাছ নিয়ে বসেছেন সাবিলা। একটু পরপর পানি ছিটাচ্ছেন মাছের ওপর, মাছি তাড়াচ্ছেন। ক্রেতা এলে দামও হাঁকাচ্ছেন। একটু খেয়াল করে দেখা গেল দূরে ক্যামেরা ধরা।

অবশ্য দূরে ক্যামেরা থাকার কারণে অনেকে বিষয়টি বুঝতে পারেনি। দু–একজন ক্রেতা তো রীতিমতো মাছের দামদরও করছেন। অবশ্য তাঁদের ভুল ভাঙতে সময় লাগেনি। নাটকের শুটিং বুঝতে পরে সলাজ হেসে স্থান ত্যাগ করেছেন। এটি মিরপুর ৬ নম্বর সেক্টরের মাছ বাজারের দৃশ্য। শনিবার সকালের ঘটনা এটি।

‘মৎস্যকন্যা’ নামে একটি এক ঘণ্টার নাটকে মাছ ব্যবসায়ী আমেনা চরিত্রে অভিনয় করছেন সাবিলা। চরিত্রটি করতে রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনের মাছ বাজারে মাছের ডালি নিয়ে বসে শুটিং করছেন তিনি।

প্রথমবারের মতো শুটিং করতে গিয়ে এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন সাবিলা। শনিবার দুপুরে ওই মাছবাজার থেকে মুঠোফোনে প্রথম আলো তিনি বলেন, ‘অনেক বড় বাজার। তার মধ্যে শুটিং। বাজারে সত্যিকারের ক্রেতা–বিক্রেতাও প্রচুর। অনেক মানুষ সেখানে। শুটিং করা অনেক কষ্ট । অনেকে বুঝতেও পারিনি শুটিং চলছে। এ কারণে অনেকটা সমস্যাও হচ্ছিল। যথাযথভাবে ক্যামেরা ধরতে সমস্যাও হচ্ছিল। একসময় বাজারের লোকজনের সহায়তা ঠিকঠাক মতো শুটিং সারতে পেরেছি। সত্যিকারের মাছ বিক্রেতা মনে করে কোনো কোনো ক্রেতা আমার সঙ্গে মাছের দামদরও করছেন। বিষয়টি বেশ মজাও পাচ্ছি। রোববার সকাল থেকে আবারও মাছ নিয়ে বসতে হবে এই বাজারে। কিছু শুটিং বাকি আছে।’

এর আগে বাস্তবে মাছ কিনতে বাজারে যাওয়ার পাশাপাশি নাটকেও মাছের বাজারে ক্রেতার অভিনয়ের অভিজ্ঞতা আছে সাবিলার। তবে সত্যিকারের মাছের বাজারে বসে মাছ বিক্রি করার অভিজ্ঞতা এবারই প্রথম তাঁর।

এই অভিনেত্রী বলেন, ‘শুটিংয়ের সময় কিছুক্ষণ পরপর মাছে পানি ছিটানো, মাছি তাড়ানো—এ কাজগুলো করতে হচ্ছে। মাছ কিনতে গিয়ে আগে এ কাজগুলো দেখেছি। কিন্তু চরিত্রটি ফুটিয়ে তুলতে শুটিংয়ে এগুলো করতে হচ্ছে আমাকে। পাশাপাশি ক্রেতার সঙ্গে সঠিকভাবে দামদরও করতে হচ্ছে। পুরো বিষয়টি আমার জন্য খুব একটা সহজ নয়। আজ সকাল থেকে মাছবাজারে বসে বসে এ কাজটি করছি।’

কোনো কোনো সময় একজন নারীকে বাধ্য হয়ে সংসারের হাল ধরতে হয়। নারী হয়েও তাঁকে সমাজের নানা ধরনের বাধাবিপত্তি পেরিয়ে কাজ করতে হয়। ‘মৎস্যকন্যা’ নাটকের গল্পে তেমনি একটি চরিত্র আমেনা। স্বামীর অসুস্থতার কারণে সংসারের হাল ধরতে মাছ বিক্রি করেন তিনি।

সাবিলা আরও বলেন, ‘গল্পের সত্যিকারের লোকেশনে গিয়ে শুটিং করছি। এ কারণে কাজটি আরও শক্তিশালী হবে। নিঃসন্দেহে আমার জন্যও একটা ভালো কাজ হবে এটি। দর্শকেরা কাজটি উপভোগ করবেন, নতুন সাবিলাকে খুঁজে পাবেন।’

নাটকটির পরিচালক আলোক হাসান জানান, মিরপুর মাছবাজারসহ উত্তরার লোকেশনে আগামী সোমবার শুটিং শেষ হবে নাটকটির। নাটকটির চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা। আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, দিশা, সাজু প্রমুখ

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে