ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

ফ্লেক্স ট্রেড ত্রুটিতে ৬৩ ব্রোকারেজ হাউজের ট্রেড রিপোর্টে সমস্যা

২০২৩ আগস্ট ০৭ ১৩:৫৩:৩৬
ফ্লেক্স ট্রেড ত্রুটিতে ৬৩ ব্রোকারেজ হাউজের ট্রেড রিপোর্টে সমস্যা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টেকনোলজি সরবরাহকারি ফ্লেক্স ট্রেড এর কারিগরী ক্রুটির কারণে গতকাল (০৬ আগস্ট) ৬৩ ব্রোকার হাউজ ফ্লেক্স ট্রেড সফটওয়্যার থেকে তাদের ট্রেড সংক্রান্ত ডাটা ডাউনলোড করতে পারে না। এতে করে ওইসব হাউজের ট্রেড সেটেলমেন্ট সংক্রান্ত কার্যক্রম ব্যাহত হয়৷ যা সমাধানে ডিএসইর আইসিটি টিম, ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট সফটওয়্যার ভেন্ডর অতি দ্রুত ব্যবস্থা নেয়৷ যার ফলে আজ লেনদেন শুরুর পূর্বেই সব ব্রোকার হাউজের সমস্যার সমাধান হয় এবং লেনদেন কার্যক্রমে সফলভাবে অংশগ্রহন করে৷

ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তীতে এই ধরনের সমস্যা থেকে উত্তরণের জন্য ডিএসই কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সফটওয়্যার ভেন্ডর ঘনিষ্ঠভাবে কাজ করছে৷

ডিএসই জানায়, গতকাল লেনদেন যথা সময়ে নির্বিঘ্নভাবে বেলা ২:৩০ মিনিটে শেষ হয়৷ যা শেষ হওয়ার পর ব্রোকার হাউজগুলো তাদের ট্রেড ডাটা অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার ফ্লেক্স ট্রেড এর মাধ্যমে ডাউনলোড করে এবং এর মাধ্যমে তাদের ক্লিয়ারিং ও সেটেলমেন্ট সংক্রান্ত কাজগুলো সিডিবিএল এবং ব্যাক অফিস এর মাধ্যমে সুসম্পন্ন করে৷

এরপর প্রত্যেক ব্রোকার হাউজ তাদের পরবর্তী দিনের ট্রেড কার্যক্রমের জন্য তাদের প্রতিটি ক্লায়েন্ট এর শেয়ার এবং ক্যাশ ব্যালান্স এর তথ্য অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার ফ্লেক্স ট্রেড এ আপলোড করে৷ কিন্ত গতকাল ট্রেড শেষ হওয়ার পর টেকনোলজি সরবরাহকারী ফ্লেক্স ট্রেড এর কারিগরী ক্রুটির কারণে ৬৩টি ব্রোকার হাউজে ওই সফটওয়্যার থেকে তাদের ট্রেড সংক্রান্ত ডাটা ডাউনলোড করতে পারে না।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে